ময়মনসিংহ মহানগর ছাত্রদলের কমিটিতে যুবলীগ কর্মী আরিয়ান খান অপুর নাম থাকা নিয়ে হইচই শুরু হয়েছে। এ ঘটনায় আরিয়ান খান অপু কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। গত ১৭ ডিসেম্বর তিনি সাধারণ ডায়েরি করেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর ময়মনসিংহ মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে যুগ্ম সম্পাদক পদে নাম আসে আরিয়ান খান অপুর।
অপু নিজেকে যুবলীগ কর্মী দাবি করে বলেন, ‘আমি কোনো দিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং ক্ষতি করার জন্য ছাত্রদলের কমিটিতে নাম ব্যবহার করা হয়েছে।’
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।