স্থানীয় ক্রয়ের বিপরীতে উৎসে মূসক কর কর্তন থেকে পোশাক শিল্পকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ । সেই সঙ্গে উৎসে মূসক কর আদায় কার্যক্রম সহজ করার দাবিও জানিয়েছেন সংগঠনটি । গতকাল সোমবার চট্টগ্রামের কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে বিজিএমইএর নেতারা এ দাবি জানান।
সাক্ষাৎকালে বিজিএমইএ’র প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, ২০২০ সাল থেকে বিশ্বব্যাপী করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে চরম বিপর্যয় নেমে এসেছিল। প্রায় ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলারের রপ্তানি আদেশ বাতিল বা স্থগিত হয়েছে। জাতীয় অর্থনীতিতে এর ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া ইতিমধ্যে দৃশ্যমান। এ অবস্থায় পোশাক শিল্প সংশ্লিষ্ট সেবা খাতে উৎসে মূসক কর আদায়ে নমনীয় ভাব পোষণসহ কার্যক্রম সহজীকরণে ভ্যাট কর্মকর্তাদের অনুরোধ জানান তিনি।