হোম > ছাপা সংস্করণ

দিঠির উপস্থাপনায় সমরজিৎ ও চম্পা

বিনোদন প্রতিবেদক

কিং শাহরিয়ারের প্রযোজনায় এরই মধ্যে ৪০০ পর্ব পার করেছে আরটিভির সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘এই রাত তোমার আমার’। শুরু থেকেই এই অনুষ্ঠান উপস্থাপনা করছেন দিঠি আনোয়ার ও অনুপমা মুক্তি। গত রোববার রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল স্টুডিওতে নতুন নতুন আঙ্গিকে নতুন পর্বের শুটিং সম্পন্ন হলো। দিঠি আনোয়ারের উপস্থাপনায় অনুষ্ঠানে অংশ নিলেন শিল্পী সমরজিৎ রায় ও চম্পা বণিক। অনুষ্ঠানে সমরজিৎ গেয়েছেন ‘ওগো মোর মধুমিতা’, ‘ও মেয়ের নাম দেব কী’। চম্পা গেয়েছেন ‘শত জনমের স্বপ্ন’ ও ‘এই মন তোমাকে দিলাম’। এ ছাড়া সমরজিৎ ও চম্পা দ্বৈতকণ্ঠে গেয়েছেন ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’। ‘এই রাত তোমার আমার’ প্রচার হয় বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আরটিভিতে।

অনুষ্ঠান নিয়ে দিঠি আনোয়ার বলেন, ‘এই রাত তোমার আমার অনুষ্ঠানটি নবীন-প্রবীণের এক সেতুবন্ধন। আমি সঞ্চালনায় থাকলেও অনুষ্ঠানটি ভীষণ উপভোগ করি। প্রতিটি অনুষ্ঠান শিল্পীদের নতুন নতুন তথ্য আর অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সমরজিৎ রায় ও চম্পা বণিক দুজনেই আমার প্রিয় শিল্পী। তাঁদের গান আমাকে আগেও মুগ্ধ করেছে, এবারও মুগ্ধ করল।’

সমরজিৎ বলেন, ‘আগেও বহুবার এই অনুষ্ঠানে গান গাইবার সুযোগ হয়েছে। এবারও ভালো লাগা তিনটি গান গাইলাম।’ সমরজিৎ এখন প্রস্তুতি নিচ্ছেন নতুন অনুষ্ঠানের জন্য। ২৪ ডিসেম্বর কক্সবাজারে ও ৩১ ডিসেম্বর নোয়াখালীতে দুটি স্টেজ শোতে গান গাইবেন তিনি।

চম্পা বণিক বলেন, ‘আগেও এই অনুষ্ঠানে গেয়েছি। বেশ সাড়া পেয়েছি। এবারের অনুষ্ঠানে দুজনেই চেষ্টা করেছি দর্শকপ্রিয় গান গাওয়ার। আশা করছি, এবারও দর্শক-শ্রোতা আমাদের গাওয়া গান শুনবেন।’

২২ ডিসেম্বর নিজের দুটি নতুন গানের রেকর্ডিং করবেন চম্পা। রেকর্ডিং শেষে বিস্তারিত জানাবেন। তার আগে ২১ ডিসেম্বর বিটিভির একটি অনুষ্ঠানে গাইবেন তিনি। এ ছাড়া, ২৩ ডিসেম্বর বাংলাদেশ বেতারের একটি অনুষ্ঠানে, ২৪ ডিসেম্বর এনটিভিতে সকালের লাইভে গাইবেন তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ