কমলগঞ্জ উপজেলায় পালিত হয়েছে রাস উৎসব। গতকাল শুক্রবার কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলাকে কেন্দ্র করে চলে নানা আয়োজন।
মহারাসলীলা উপলক্ষে উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজার জোড়া মণ্ডপ ও আদমপুরের মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে মণিপুরি মী-তৈ সম্প্রদায়ের ৩৬তম এবং নয়াপত্তন যাদু ঠাকুর মণ্ডপ প্রাঙ্গণে ষষ্ঠবারের মতো মহারাসোৎসব শুরু হয়েছে। মহারাসলীলা দেখতে সারা দেশ থেকে আগত দর্শনার্থীদের পদচারণায় মুখর মণিপুরিপাড়াগুলো। রং-বেরঙের পোশাক আর বাদ্যযন্ত্রের আওয়াজে উৎসবের জানান দিচ্ছে সব শ্রেণি-পেশার মানুষকে। শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
মাধবপুর ইউনিয়নের শিববাজার জোড়া মণ্ডপে মাধবপুর মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে ১৭৯তম রাস উৎসবের আয়োজন করা হয়। বিকেলে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনাসভায় মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি যোগেশ্বর চ্যাটার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।