পাথরঘাটা উপজেলা পরিষদে ১ ঘণ্টার জন্য প্রতীকী উপজেলা চেয়ারম্যান হলো সুবহা শ্রেয়া জামান অর্পি নামে এক স্কুলছাত্রী। গতকাল শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের কাছ থেকে ১ ঘণ্টার জন্য এ দায়িত্ব বুঝে নেন ওই স্কুলছাত্রী।
প্রতীকী দায়িত্ব পাওয়া এই উপজেলা চেয়ারম্যান, উপজেলাকে নারীবান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরে।
স্কুলছাত্রী সুবহা শ্রেয়া জামান অর্পি পাথরঘাটা কে এম সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ও ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) উপজেলা শাখার সাধারণ সম্পাদক।
কন্যা শিশু দিবস উপলক্ষে নারী ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল ও এনসিটিএফের উদ্যোগ এ কার্যক্রম শুরু হয়। পরে প্রতীকী উপজেলা চেয়ারম্যান বাল্যবিবাহ, নারী নির্যাতন ও নিপীড়নসহ নারী সহিংসতা রোধে আলোচনা করে। এ সময় পাথরঘাটায় শিশুদের জন্য একটি শিশু পার্ক, পাথরঘাটার নীলিমা পয়েন্টে একটি ইকোপার্ক স্থাপনের প্রস্তাব দেয় সে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, ‘নারীর অবদান এখন দেশের গুরুত্বপূর্ণ স্থানে। আমরা নারীর সহিংসতা রোধে কাজ করব। অর্পির সুপারিশ বাস্তবায়ন করার চেষ্টা করব।’