হোম > ছাপা সংস্করণ

সড়কে কার্পেটিং উঠে এবড়োখেবড়ো

চৌদ্দগ্রাম প্রতিনিধি

চৌদ্দগ্রামের বিজয়করা-রামপুর সড়কে কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এতে নিয়মিত যাতায়াত করা স্থানীয় বাসিন্দারা ভোগান্তিতে পড়ছেন।

এ ছাড়া ছোট ছোট খানাখন্দ সংস্কার না করায় যানবাহন চলাচলের কারণে এসব আরও গভীর হচ্ছে। আসছে বর্ষায় সড়কটির অবস্থা আরও বেহাল হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা-রামপুর সড়কটি গুণবতী ইউনিয়নের সঙ্গে যুক্ত। ফেনী ও কুমিল্লায় দ্রুত পৌঁছানোর জন্য গুণবতী ইউনিয়নের রামপুর, বিষ্ণপুর, রাজবল্লবপুর, ঝিকড্ডা, গদানগর, সুবর্ণপুর, গজারিয়াসহ আরও কয়েকটি গ্রামের মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করে। কিন্তু সড়কটির বেহাল থাকায় তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় সিএনজিচালিত অটোরিকশার চালক ওবায়দুল হক বাদল বলেন, ‘আগে এ সড়ক দিয়ে গাংরা বাজার থেকে গুণবতী যেতে ২০ মিনিট সময় লাগত। সেখানে এখন ৪০ থেকে ৪৫ মিনিট সময় লাগে। খানাখন্দের কারণে সড়কটি দিয়ে যাত্রী চলাচল কমে গেছে। এতে দৈনন্দিন আয়-রোজগারও কমে গেছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছি।’

স্থানীয় পিকআপচালক হিরণ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘খানাখন্দের কারণে এ সড়ক দিয়ে চলাচল করাটা কষ্টদায়ক। প্রতিদিন সড়কটির গর্তগুলো আরও গভীর হচ্ছে। এতে প্রায় সময় গর্তে পিকআপের চাকা আটকা পড়ে। আমাদের গাড়ির যন্ত্রাংশেরও ক্ষতি হচ্ছে।’

রামপুর গ্রামের বাসিন্দা আলী আশরাফ বলেন, ‘ফেনী ও কুমিল্লা যাতায়াত করতে আমরা এখান দিয়ে যাই। গুণবতী বাজার হয়ে পদুয়া আসতে আমাদের অনেক সময় লাগে। কিন্তু বর্তমানে সড়কটি চলাচল অনুপযোগী হয়ে পড়ছে।’

বিজয়করা গ্রামের বাসিন্দা ইদ্রিস মিয়া বলেন, ‘গাংরা বাজারে তেমন কোনো ভালো পণ্য পাওয়া যায় না। পাশের গুণবতী বাজার অনেক বড়। দৈনন্দিন বাজার করতে সড়কটি দিয়ে গুণবতী বাজারে যাওয়া হতো। কিন্তু খানাখন্দের কারণে এখান দিয়ে যান চলাচল কমে গেছে।’

এ বিষয়ে জানতে চাইলে চৌদ্দগ্রাম উপজেলা এলজিইডির প্রকৌশলী নুরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কটি পরিদর্শন করা হয়েছে। শিগগিরই এর কাজের জন্য দরপত্র আহ্বান করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ