আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামের বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ গ্রামের আব্দুর রাজ্জাক মিয়া একটি গরু লালন-পালন করেছেন। নাম রেখেছেন রবি। দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা।
আব্দুর রাজ্জাক মিয়া বলেন, বাছুরটি রোববার হয়েছিল বলে এটিকে রবি বলে ডাকেন। ওজন ১১০০ কেজি। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। দৈর্ঘ্য ১০ ফুট ৫ ইঞ্চি। এটি ব্রাহামা জাতের ষাঁড়। তাঁর আশা কমপক্ষে ১০ লাখ টাকায় বিক্রি হবে এটি।
রাজ্জাক মিয়া আরও বলেন, তিন বছর তিন মাসের গরুটিকে প্রতিদিন ২৫০-৩০০ টাকার খাবার দিতে হয়। খড়, খৈল, ভুসি, ভাতের পাশাপাশি কাঁচা ঘাসও খাওয়াতে হয় রবিকে।
ইতিমধ্যে তাঁর গরুটি এলাকায় বেশ সাড়া ফেলেছে। গরুটিকে দেখতে অনেকেই প্রতিদিন তাঁর বাড়িতে আসেন। এলাকায় কাঙ্ক্ষিত দামে রবিকে বিক্রি করতে না পারলে ঢাকায় নিয়ে যাবেন বলে তিনি জানিয়েছেন।
বুড়ইল ইউনিয়নের রিধইল গ্রামের কৃষক একাব্বর হোসেন পুটু বলেন, ‘বড় গরুর খবর শুনে আমি এটি দেখার জন্য আব্দুর রাজ্জাক মিয়ার বাড়িতে গিয়েছিলাম। আমার মতো অনেকেই ওই গরু দেখার জন্য তাঁর বাড়িতে গেছে। ভাবছি ভবিষ্যতে এমন ২-৩টি গরু লালন-পালন করব।’
এ বিষয়ে উপজেলা (ভারপ্রাপ্ত) প্রাণিসম্পদ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, নন্দীগ্রাম উপজেলায় কোরবানি ঈদ উপলক্ষে ২২ হাজার পশু প্রস্তুত করা হয়েছে। এ উপজেলায় এখন পর্যন্ত আব্দুর রাজ্জাক মিয়ার ষাঁড়টি সবচেয়ে বড়।