আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে কুষ্টিয়ার কুমারখালীর পাঁচ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।
জয়িতারা হলেন মোছা. খুশি খাতুন, মোছা. রোকসানা খাতুন, মোছা. নাজমা খাতুন, মোছা. জামেলা খাতুন ও মোছা. মুক্তা খাতুন।
দিবসটি উপলক্ষে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। সভা শেষে প্রধান অতিথি হিসেবে জয়িতাদের সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন স্থানীয় সাংসদ ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন ফেরদৌস, উপজেলা মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।