হোম > ছাপা সংস্করণ

কুলাউড়ায় টিকা পেয়েছেন ৭৭ শতাংশ মানুষ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় এ পর্যন্ত করোনাভাইরাসের টিকা নিয়েছেন ৩ লাখ ২৮ হাজার ৭০৯ জন। উপজেলায় টিকাদানের লক্ষ্যমাত্রা ৪ লাখ ২৫ হাজার। মোট টিকা গ্রহণের হার ৭৭ দশমিক ৩৪ শতাংশ।

২০ মার্চ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাপ্ত তথ্য মতে, প্রথম ডোজ নিয়েছেন ৩ লাখ ২৮ হাজার ৭০৯ ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ২১ হাজার ২৬২ জন।

এর মধ্যে ১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থী ৪৩ হাজার ৫৮১ জন। উপজেলায় অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ফাইজার, সিনোফার্ম ও সিনোভ্যাক করোনার টিকা দেওয়া হয়। সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে সিনোফার্মের। এ ছাড়া শিক্ষার্থী ও বিদেশ যাত্রীদের ফাইজার টিকা দেওয়া হয়েছে। তৃতীয় ডোজ হিসেবে বুস্টার ডোজ নিয়েছেন ১৪ হাজার ৫৬২ জন।

গতকাল রোববার পর্যন্ত সুরক্ষা অ্যাপে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও ২ লাখ তিন হাজার ৯৯৪ জন, বাকিরা শিক্ষার্থী ও গণটিকার আওতায় টিকা গ্রহণ করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় গত পাঁচ মাসে প্রতিদিন এক হাজারের ওপরে মানুষ টিকা গ্রহণ করছেন। টিকা নিতে আগ্রহ বাড়ায় প্রতিদিন হাসপাতালের টিকাকেন্দ্রে উপচে পড়া ভিড় ছিল গ্রহীতাদের। প্রতিদিন সুরক্ষা অ্যাপে ৫০০ থেকে ৭০০ মানুষ টিকার জন্য নিবন্ধন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফেরদৌস আক্তার জানান, প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ গ্রহণকারী ও শিক্ষার্থীদের হাসপাতালে তিনটি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে।

ফেরদৌস আক্তার বলেন, ‘প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে কেন্দ্র স্থাপন করে টিকা কার্যক্রম চালানো হচ্ছে। আশা করছি আগামী তিন মাসের মধ্যে উপজেলার শতভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ