নাটোরের লালপুরে নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলার কলসনগর উচ্চবিদ্যালয় মাঠে খেলার আয়োজন করে কলসনগর নব-তরুণ সংঘ। খেলায় অংশগ্রহণ করে লালপুরের নর্থ বেঙ্গল ফুটবল একাডেমির নারী দল ও সিরাজগঞ্জ নারী ফুটবল দল।
সরেজমিন দেখা গেছে, নারী ফুটবল প্রীতি খেলা উপভোগ করতে কলসনগর উচ্চবিদ্যালয় মাঠে ফুটবলপ্রেমীদের ঢল নেমেছে। দুপুর থেকে আসতে শুরু করে মানুষ। প্রাচীরঘেরা মাঠে ৩০ টাকায় টিকিট কেটে সারিবদ্ধ নারী-পুরুষ মাঠে প্রবেশ করেন। বিকেল সাড়ে ৩টায় শুরু হয় খেলা। নারী ফুটবল ম্যাচ উপভোগে উৎসবের আমেজ বিরাজ করছে।
খেলায় নর্থ বেঙ্গল ফুটবল একাডেমি ৩-০ গোলে সিরাজগঞ্জ নারী ফুটবল দলকে পরাজিত করে বিজয়ী হয়।
অধিনায়ক সুমাইয়া আক্তার ছুম্মা আজকের পত্রিকাকে বলেন, এ ধরনের প্রীতি ম্যাচ খেলোয়াড়দের অনুপ্রাণিত করে। সেই সঙ্গে ফুটবলপ্রেমীদের মনের খোরাক পূরণ করে।
নর্থ বেঙ্গল ফুটবল একাডেমির পরিচালক ও নারী দলের কোচ মো. জুয়েল বলেন, নারী ফুটবলে নিরলস কাজ করে চলেছে একাডেমি। উপজেলার একমাত্র নারী ফুটবল দলে জেলা দলের ও জাতীয় পর্যায়ের বেশ কয়েকজন খেলোয়াড় অংশ নেন।
কলসনগর নব-তরুণ সংঘের সভাপতি মেহেদী হাসান রাজু বলেন, আবেগপূর্ণ ফুটবল প্রীতি তাঁদের সবার মধ্যে বিরাজমান। প্রতিষ্ঠানের উন্নয়ন ও খেলোয়াড়দের খরচের জন্য ৩০ টাকা করে টিকিট নির্ধারণ করা হয়েছে। মানুষ উৎসাহ নিয়ে খেলা দেখতে এসেছে।
কলসনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ আজকের পত্রিকাকে বলেন, তাঁর বিদ্যালয় মাঠে খেলা হওয়ায় আয়োজকদের ধন্যবাদ দেন। নারী ক্রীড়াবিদদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।