বরিশাল মহানগর আওয়ামী লীগের ৭৪ সদস্যের কমিটিতে নারী সদস্য মাত্র একজন। নিয়ম রক্ষার নারী বিষয়ক সম্পাদক পদে একজন নারী রাখা হয়। সংগঠনে তার কাজ কী তা ওই পদধারী নারীও জানেন না। রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবিতে বরিশালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথ্ বলেন মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী কোহিনুর বেগম। সংবাদ সম্মেলনে অধিকাংশ নারী সদস্য রাজনৈতিক দলে বঞ্চিত হওয়ার দাবি তুলে ধরেন। উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে গত রোববার সকালে নগরীর বিডিএস মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার নারী ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান। রূপান্তরের বরিশালের সমন্বয়কারী রাবেয়া বসরী, সচেতন নাগরিক কমিটির (সনাক) বরিশালের সভাপতি অধ্যাপক শাহ সাজেদা প্রমুখ সংবাদ সম্মেলনে তাদের মতামত দেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জানানো হয়, নিবন্ধন আইনে সকল রাজনৈতিক দলের কমিটির ৩৩ ভাগ নারী প্রতিনিধি রাখা বাধ্যতামূলক করা হয়েছে। অথচ দেশে প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ২৪ ভাগ এবং বিএনপিতে ১৫ ভাগ নারী প্রতিনিধি রয়েছে।