গাইবান্ধার সুন্দরগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি ভেঙে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণায় অতিরিক্ত শব্দদূষণ বন্ধের দাবিতে এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলা বাজারে সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন শিবরাম আলহাজ্ব মোহাম্মদ হোসেন স্মৃতি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুল হালিম, সমাজসেবক জয়নাল আবেদীন, পল্লী চিকিৎসক ও সংগঠক শহীদুল ইসলাম, এসএসসি পরীক্ষার্থী আল আমিন ইসলাম, হাসু মিয়া প্রমুখ।
বক্তরা বলেন, আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থীরা বিধি ভেঙে রাত ৮টার পরও মাইক ব্যবহার করে তাঁদের নির্বাচনী প্রচারণা চালান। এতে পরীক্ষার্থীদের লেখা-পড়া বিঘ্নিত হচ্ছে।