যশোর শিক্ষা বোর্ডের দুর্নীতির সঙ্গে জড়িত সবার শাস্তির দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
গতকাল মঙ্গলবার বেলা ১২টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) যশোর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তাঁরা।
এ সময় বক্তারা বলেন, বিভিন্ন সময়ে ৩৬টি চেকের মাধ্যমে একটি জালিয়াত চক্র যশোর শিক্ষা বোর্ডের ৭ কোটি টাকা লুটপাট করেছে।
বক্তারা অভিযোগ করেছেন, তদন্তকাজকে প্রভাবিত করার জন্য দুর্নীতির সঙ্গে যুক্তরা তৎপরতা চালাচ্ছেন। যা তদন্তকাজকে বিঘ্নিত করছে। তদন্তের স্বার্থে এই ঘটনার সঙ্গে জড়িতদের তদন্তকালীন আটক ও সাময়িক বরখাস্ত করতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের যশোর জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমান।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ।