ময়মনসিংহে ৫০ পথশিশুকে ভর-পেট খাওয়ানোর পর উপহারসামগ্রী বিতরণ করেছে স্বপ্ন-পূরণ নর-নারী উন্নয়ন সংস্থা। এসব উপহারসামগ্রীর মধ্যে ছিল নেইলকাটার, কলম, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, টুথপেস্ট, টুথ ব্রাশ, শ্যাম্পু, স্কুল ব্যাগ এবং গোসলের সাবান। গত শনিবার বিকেলে নগরীর সাহেব কোয়াটার এলাকার গ্রীন পয়েন্টে শিশুদের খাওয়া-দাওয়া শেষ হলে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়।
উপহার হাতে পেয়ে নগরীর থানার ঘাট এলাকার শিশু শান্ত বলছিল, ‘অনেক দিন পর পেট-ভরে মুরগির মাংস, ডিম দিয়া পোলাও খাইছি। খুব ভালো লাগছে।’ নগরীর কাঁচিঝুলি এলাকার পলাশ দাসের কথায়, ‘সবার সঙ্গে এক সঙ্গে হয়ে আমরা খাইছি। খাওয়ার পর আমাদের স্কুল ব্যাগসহ অনেক কিছু উপহার দিয়েছে।’
টাউন হল এলাকার মিথিলা ও ইভার ভাষ্য, ‘আমরা খাওয়ার পর অনেক উপহার পেয়েছি। সঙ্গে একটা ব্যাগ পেয়েছি। আমার আগে স্কুলব্যাগ ছিল না। এখন থেকে বই ব্যাগে নিয়ে স্কুলে যাব।’
স্বপ্ন পূরণ নর-নারী উন্নয়ন সংস্থার সভাপতি আফসানা আক্তার বলেন, ‘শুধু পথশিশুদের খাওয়ানোর পর উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। এতে শিশুরা অনেক খুশি। শিশুদের মাঝে আনন্দ খুঁজে পাই। তারা খুশি হলেই অনেক ভালো লাগে। খাওয়া-দাওয়া ও স্কুলব্যাগ আমাদের সংস্থা থেকে বিতরণ করা হলেও অন্যান্য উপহারসামগ্রী আফরা আচল নামে এক শিক্ষার্থী দিয়েছে।’
এর আগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের জ্যেষ্ঠ সেবিকা দেলোয়ারা আক্তার প্রমুখ।