হোম > ছাপা সংস্করণ

কুপিয়ে জখম, থানায় ঢুকে শেষ রক্ষা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় শরীফ উদ্দিন (৪০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে জেলা শহরের টিএ রোডে এই ঘটনা ঘটে। পরে তিনি দৌড়ে সদর মডেল থানায় ঢুকে আত্মরক্ষা করেন। ব্যবসায়ী শরীফ উদ্দিন সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিন নগর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীতে ট্রাভেল এজেন্সির ব্যবসা করেন। পুলিশ আহত অবস্থায় তাঁকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। শারীরিক অবস্থার অবনতি হলে বিকেলে তাঁকে ঢাকায় পাঠানো হয়। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ শত্রুতার জের ধরে গ্রামের প্রতিপক্ষের লোকেরা এই হামালা করেছেন।

শরীফের চাচা সুবা মিয়া বলেন, গ্রামের মিজান ও হান্নান গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে নানান বিষয় নিয়ে আমাদের বিরোধ চলছে। আমার ভাতিজা শরীফ ঢাকায় ট্রাভেল এজেন্সির ব্যবসা করেন। প্রতি শুক্রবার তিনি গ্রামে বাড়িতে আসেন। গতকাল শুক্রবার দুপুরে তিনি ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া আসেন। ট্রেন থেকে নেমে রিকশায় তিনি শহরের ভেতরে যাচ্ছিলেন। পথে টিএ রোডের ফকিরাপুলের দক্ষিণ পাশে আসলে ৫ থেকে ৬ জন ছুরি-চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপাতে শুরু করেন। আহত অবস্থায় তিনি কাছাকাছি সদর মডেল থানায় ঢুকে আত্মরক্ষা করেন।

এই ব্যাপারে জানতে চাইলে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম করে বলেন, ‘মহিউদ্দিন নগর গ্রামে দুটি গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। উভয় গ্রুপের মধ্যে মামলাও চলছে। ওই বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। শরীফ দৌড়ে আত্মরক্ষার জন্য থানায় আসেন। হামলাকারী কয়েকজনের নাম আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। গ্রামে পুলিশ পাঠানো হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ