নোয়াখালীর চাটখিল উপজেলার ৯ নম্বর খিলপাড়া ইউনিয়নে তাহমিনা আক্তার সনিয়া (১৯) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আবদুল ওয়াহাব ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
গত মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে তাঁর নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সনিয়ার লাশ উদ্ধার করা হয়। সনিয়া খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের তুফানী বাড়ির জহির উদ্দিনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সনিয়া একেকসময় একেক ধরনের কথা বলতেন। আচরণে কিছুটা অস্বাভাবিকতা ছিল। গ্রাম্য ডাক্তার এবং কবিরাজ দিয়ে বিগত তিন-চার মাস ধরে তার চিকিৎসা করানো হয়। তাতে তাঁর অবস্থার কোনো উন্নতি হয়নি।
খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, তিনি গিয়ে সনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু করা মামলা হয়েছে।