বান্দরবান সদরে কম্পিউটার ও ডিজিটাল স্টুডিও মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে দীপক মিত্র বাচ্চু ও সাধারণ সম্পাদক পদে মো. জাহাঙ্গীর মিসবাহকে নির্বাচিত করা হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বান্দরবান বাজারের একটি রেস্তোরাঁ মিলনায়তনে বান্দরবান সদরের কম্পিউটার ও ডিজিটাল স্টুডিও মালিক সমিতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দীপক মিত্র বাচ্চুর সভাপতিত্বে সভায় এই কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে দীপক মিত্র বাচ্চুকে সভাপতি পদে মনোনীত করেন।
পরে মো. জাহাঙ্গীর মিসবাকে সাধারণ সম্পাদক ও রাহুল বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অন্য সদস্যদের পরবর্তীতে মনোনীত করার সিদ্ধান্ত হয়।