ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় রাঙামাটির লংগদু উপজেলার পাবলিক লাইব্রেরিতে আওয়ামী যুবলীগের উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
লংগদু উপজেলা যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রাঙামাটি জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল।
এ ছাড়া জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রফিক তালুকদার, জেলা পরিষদের সদস্য আসমা বেগমসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি গুলশাখালী ইউনিয়নে জেলা পরিষদের সদস্য আব্দুর রহীমের দেওয়া প্রীতিভোজে অংশ নেন সাংসদ দীপংকর।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ দীপংকর বলেন, ‘আওয়ামী লীগ দল করে আমরা দলের জন্য নিবেদিত। যারা দল করে স্বার্থ উদ্ধার করে, তারা দলের জন্য কখনো নিবেদিত না।’