গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় নৌকার প্রার্থীর দুই সমর্থক আহত হয়েছেন। গত শুক্রবার রাত ৯টার দিকে হামলার এ ঘটনা ঘটে। আহতরা হলেন শাখাহার ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি আবু হাসান রাজু ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে শাখাহার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তাহাজুল ইসলাম ভুট্টুর উঠান বৈঠক চলছিল। তাহাজুল ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদেও রয়েছেন। পরে বৈঠক শেষে বাড়িতে ফিরছিলেন নৌকার সমর্থক নেতা-কর্মীরা। খুরশাল নামক স্থানে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের মোটরসাইকেল প্রতীকের সমর্থকেরা হামলা চালায়। রড দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এতে আহত হন শাখাহার ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি আবু হাসান রাজু ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন। মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন তাঁরা।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’