দিনাজপুরের হাকিমপুরে বাংলাদেশ স্কাউটস হিলি উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মো. আনোয়ারুল হক টুকুকে কমিশনার ও কাওছার আহম্মেদকে সম্পাদক নির্বাচিত করা হয়।
হাকিমপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক হারুন উর রশিদ। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা শাখার কমিশনার মাতলুবুল মামুন, সম্পাদক আনিসুজ্জামান মিলন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন প্রমুখ।