হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাকের চাকা ফেটে রিং ছিটকে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাসুম আহমদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
গত সোমবার উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজারে এ ঘটনা ঘটে।
নিহত যুবক মাসুম আহমদ সদরঘাট উত্তর পাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে।
স্থানীয় জানান, সোমবার মাসুম সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের নতুন বাজারে চায়ের দোকানে বসেছিলেন। এ সময় সিলেটগামী মালবাহী একটি ট্রাকের চাকা বিকট শব্দে ফেটে যায়। এ সময় চাকার রিং ছিটকে পাশের দোকানে বসে থাকা মাসুমের মাথায় পড়ে। এ ঘটনায় মাসুম ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।