রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ‘জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা শীর্ষক’ এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সদরের ঝগড়াবিল এলাকার স্থায়ী ক্যাম্পাসের সম্মেলন কক্ষে এই কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আলোকে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন। এতে সুশাসন ও অফিস ব্যবস্থাপনার কলাকৌশল সম্পর্কে বিশদ আলোচনা করেন উপাচার্য অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।
সুশাসন নিশ্চিতে বাংলাদেশ সরকারের উদ্যোগসমূহ এবং ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য জাতীয় শুদ্ধাচার কৌশলসমূহ বাস্তবায়ন বিষয়ে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব অঞ্জন কুমার চাকমা আলোচনায় সুশাসন নিশ্চিতে প্রজাতন্ত্রের কর্মচারীদের ভূমিকা, রাবিপ্রবির বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) কৌশলগত উদ্দেশ্য, অগ্রাধিকার, কার্যক্রম, কর্মসম্পাদন সূচক এবং লক্ষ্যমাত্রাসমূহ তুলে ধরেন।
সফটওয়্যারে রাবিপ্রবির বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) বিষয়ে ধারণা দেন সহকারী রেজিস্ট্রার (এস্টেট) ও রাবিপ্রবির এপিএ ফোকাল পয়েন্ট সেতু চাকমা।