হোম > ছাপা সংস্করণ

প্রচারের নৌকা পুড়িয়ে দেওয়ায় বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখাঁন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী চাঁন মিয়া শিকদারের প্রচারের নৌকা পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। রাতের আঁধারে দুর্বৃত্তরা বাঁশ ও কাঠ দিয়ে তৈরি নির্বাচনী প্রচারের নৌকা পুড়িয়ে ফেলে।

এ ঘটনার প্রতিবাদে গতকাল রোববার সকালে সিডিখাঁন এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা। পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রার্থীর অভিযোগ সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার সিডিখাঁন ইউপির চরদৌলত খাঁন গ্রামের গিয়াসউদ্দিন খাঁনের বাড়ির সামনে আওয়ামী লীগের প্রার্থী চাঁন মিয়া শিকদারের প্রতীকী একটি নৌকা টানানো ছিল। কিন্তু প্রতিহিংসাবশত রোববার ভোররাতে দুর্বৃত্তরা ওই নৌকাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে সকালে স্থানীয় লোকজন দেখতে পেয়ে কালকিনি থানা-পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় স্থানীয় এলাকাবাসী নৌকা পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। উপস্থিত ছিলেন সিডিখাঁন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁন মিয়া শিকদার, সহসভাপতি জালাল শিকদার, আওয়ামী লীগ নেতা কৃষ্ণকান্ত, যুবলীগ নেতা জামাল শিকদার, ছাত্রলীগ নেতা মিঠন মণ্ডল ও বাবুল ব্যাপারী প্রমুখ।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁন মিয়া শিকদার বলেন, ‘আমার গণজোয়ার দেখে আমার টানানো প্রতীকী নৌকা পুড়িয়ে দিয়েছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার লোকজন। তাঁর সমর্থকেরা রাতে দুটি স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছেন। আমি তাঁদের নামে মামলা করব।’

অভিযোগের বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়া বলেন, ‘আমি নৌকায় আগুন দেইনি। তবে বিএনপির লোকজনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।’

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ