সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শহিদুল ইসলাম নামে আরও এক ছাত্রলীগ নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতি শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক এস এম রিয়াদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি পাওয়া শহিদুল ইসলাম বাড়বকুণ্ড ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ছিলেন।
উপজেলা ছাত্রলীগ সভাপতি শিহাব উদ্দিন বলেন, শহিদুল দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নৌকার প্রার্থীর বিপক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেন। তাই তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।