বাঘায় দেয়াল তুলে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাঘা পৌরসভাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নাসিমা আক্তার।
জানা গেছে, উপজেলার দক্ষিণ মিলিকবাঘা গ্রামে ২৫ বছর আগে পাঁচ শতক জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলীর মেয়ে নাসিমা আক্তার। গত বছরের ডিসেম্বরে বাড়ি থেকে মূল রাস্তায় যাওয়ার পথে ইট দিয়ে দেয়াল তুলেছেন প্রতিবেশী সাজদার রহমান। জমির মালিক সাজদার রহমান বলেন, ‘আমার জায়গায় আমি দেয়াল দিয়েছি। কাউকে রাস্তার জন্য ব্যবহার করতে দেব না।’
বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু বলেন, অভিযোগের প্রেক্ষিতে পৌরসভার পক্ষ থেকে তদন্ত করে প্রাচীর অপসারণ করার জন্য একটি নোটিশ প্রদান করা হয়েছে। প্রাচীর অপসারণ না করলে পৌরসভার পক্ষ থেকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।