দিনাজপুরের ফুলবাড়ীতে এক সপ্তাহে অজ্ঞাত রোগে ২০ গরুর মৃত্যুর ঘটনা তদন্তে দুটি দল গঠন করা হয়েছে। তাঁরা এলাকাবাসীকে সতর্ক করাসহ রহস্য উদ্ঘাটনে কাজ করছেন। তবে তাঁদের প্রাথমিক ধারণা, লেড বিষক্রিয়ার কারণেই গরুগুলোর মৃত্যু হয়েছে।
গত শনিবার বিকেলে উপজেলার আলাদিপুর ইউনিয়নের বাসুদেবপুর পাকড়ডাঙ্গা গ্রামে ব্যাটারি রিসাইকেল কারখানায় উপস্থিত হয়ে নমুনা সংগ্রহ করে তদন্ত দলটি। উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. নেয়ামত আলীর নেতৃত্বে ৫ সদস্যের একটি দল এবং অপর আরেকটিতে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শাহানুর আলমের নেতৃত্বে ৫ সদস্যের দলটি রহস্য উদ্ঘাটনে কাজ করছেন।
উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. নেয়ামত আলী বলেন, অজানা কারণে গরু মারা যাওয়ার ঘটনায় দুটি বিশেষ তদন্ত দল কাজ করছে। তাঁরা সরেজমিনে তদন্ত করছেন। ধারণা করা হচ্ছে, লেড বিষক্রিয়ার কারণে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসীকে সতর্ক করাসহ গরু খামারিদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে। মাইকিংয়ের মাধ্যমে ওই এলাকার আশপাশের ঘাস ও খড় গবাদিপশুকে না খাওয়ানোর জন্য অবহিত করা হচ্ছে।
কারখানা এলাকার বিষাক্ত মাটি, ঘাস এবং খড়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া কারখানা এলাকাটি গবাদিপশুর চারণ ভূমি হিসেবে ব্যবহার না করার জন্য সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত ওই খামারিদের তালিকা করে ক্ষতিপূরণের বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। ওই এলাকা থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।