প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ। গতকাল সোমবার সকালে নগরীর ভাটিকাশর কবরস্থানে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাকিলের বাবা ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, সহসভাপতি মমতাজ উদ্দিন মন্তা, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহমদ আলী আকন্দ প্রমুখ।
এদিকে বিকেলে মসিক মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়ে। এ সময় মাহবুবুল হক শাকিলের জন্য সবার কাছে দোয়া কামনা করেন মোয়াজ্জেম হোসেন।