ঢাকার ধামরাইয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেনসহ দুই পক্ষের অন্তত ২০ জন সমর্থক আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ধামরাইয়ের সূয়াপুর ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন-সূয়াপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান সোহরাব (৪৫), তাঁর সমর্থক সাগর (২৮), পলাশ (৩৫), সাকিম উদ্দিন (৫৫)। তাঁরা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এ ছাড়া নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক আব্দুল হালিম (৪২), দেলোয়ারসহ (২৭) ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।
ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, ‘ধামরাইয়ে আওয়ামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ১০ থেকে ১২ জন কর্মী আহত হয়েছেন বলে জানতে পেরেছি। তারা অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। কিন্তু এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’