হোম > ছাপা সংস্করণ

নৌকার বিরুদ্ধে প্রচার দুই নেতা বহিষ্কার

বান্দরবান প্রতিনিধি

আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে প্রচার-প্রচারণার অভিযোগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি যুবলীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বান্দরবান জেলা যুবলীগের নির্দেশে তাঁদের গঠনতন্ত্র মোতাবেক বহিষ্কার করা হয়েছে বলে জেলা যুবলীগের আহ্বায়ক কেলু মং আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

কেলু মং বলেন, যুবলীগের কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে জেলা যুবলীগের নির্দেশনায় নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগ এ দুই নেতাকে বহিষ্কার করেন। নির্বাচনের আগেই সতর্ক করা হয়েছিল দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে। কিন্তু কেউ কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী বা অন্য প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজ করছে। এতে একদিকে যেমন দলীয় সিদ্ধান্ত অমান্য, তেমনি দলের গঠনতন্ত্র মোতাবেক শৃঙ্খলা পরিপন্থী কাজ হয়েছে। এর ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নির্বাচনী কার্যক্রম ব্যাহত হয়। তাই গঠনতন্ত্র মোতাবেক তাদের প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার হওয়া দুজন হলেন-নাইক্ষ্যংছড়ি উপজেলার ৪ নম্বর দৌছড়ি ইউনিয়ন যুবলীগ সভাপতি মুহাম্মদ শামশুল আলম এবং ১ নম্বর সহসভাপতি মুহাম্মদ ফোরকান। নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসেন বহিষ্কারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

গত বৃহস্পতিবার নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যে জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা সবার নৈতিক এবং সাংগঠনিক দায়িত্ব। নাইক্ষ্যংছড়ি উপজেলার আওতাধীন ৪ নম্বর দৌছড়ি ইউনিয়ন যুবলীগ সভাপতি মুহাম্মদ শামশুল আলম এবং ১ নম্বর সহসভাপতি মুহাম্মদ ফোরকান ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইমরানের বিরুদ্ধে প্রচার-প্রচারণা সুস্পষ্ট প্রমাণিত হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠনের শৃঙ্খলা লঙ্ঘিত ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই গঠনতন্ত্রের আলোকে তাদের যুবলীগ সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

জেলা যুবলীগের আহ্বায়ক কেলু মং জানান, কাউন্সিল না হওয়া পর্যন্ত দৌছড়ি ইউনিয়ন যুবলীগ সংগঠনের ৩ নং সহসভাপতি মুহাম্মদ হামিদুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করার জন্য বলা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ