দালাল চক্রের ফাঁদে পড়ে লিবিয়ার একটি জেলে আটকে আছে প্রায় ১২০ জন অভিবাসন প্রত্যাশী। তাঁদের দেশে আনার দাবিতে গতকাল রোববার মাদারীপুরে মানববন্ধন করেছেন আটক ব্যক্তিদের স্বজনরা। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন তাঁরা।
মানববন্ধনে লিবিয়ায় বন্দীদের স্বজনরা জানান, দালালদের খপ্পরে পড়ে এক বছর আগে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন দুই শতাধিক অভিবাসন প্রত্যাশী। লিবিয়া থেকে তিন মাস আগে নৌপথে ইতালিতে যাওয়ার পথে কোস্টগার্ডের কাছে ধরা পড়েন তাঁরা। সেখানে থেকে তাঁদের ‘আল-জাহারা খামছাখামছিল’ জেলে নেওয়া হয়। সেখানে অমানবিক নির্যাতন করছে পুলিশ। তাঁদের মুক্তির দাবিতে ১২০ জন বন্দীর স্বজনেরা মানববন্ধনের অংশ নেন।
জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘আমরা দালাল চক্রের ব্যাপারে কঠোর অবস্থানে আছি। লিবিয়ায় যারা বন্দী, তাদের অধিকাংশই অবৈধপথে বিদেশ গিয়েছেন। এরপরেও তাদের ফিরিয়ে আনার ব্যাপারে চেষ্টা করব।’