হোম > ছাপা সংস্করণ

বঙ্গবন্ধু গোলাপ ফুল

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

দুই জাতের গোলাপ ফুলের ক্রস ব্রিডিং করে নতুন প্রজাতির একটি গোলাপ ফুল উদ্ভাবন করেছেন গাজীপুরের জয়দেবপুরের বাসিন্দা জেসন ভৌমিক। তিনি উদ্ভাবিত নতুন জাতের এ গোলাপ ফুল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করেছেন। নাম রেখেছেন বঙ্গবন্ধু গোলাপ ফুল।

জেসন ভৌমিক বলেন, তিনি ১৫ বছর ধরে গোলাপ ফুল নিয়ে কাজ করছেন। তাঁর বাগানে বর্তমানে ২৫০টির বেশি গোলাপের প্রজাতি রয়েছে। তাঁর ইচ্ছা ছিল নতুন প্রজাতির গোলাপ ফুল উদ্ভাবন করে বঙ্গবন্ধুর নামে নামকরণ করার। এ জন্য চার বছর ধরে অক্লান্ত গবেষণা করেছেন। তাতে শেষমেশ সফলও হয়েছেন। দুটি গোলাপের মধ্যে (মোনালিসা ও পিংক ডলোমিটি) ক্রস ব্রিডিং করে বীজ তৈরি করেন। পরে ওই বীজ থেকে চারা উৎপাদনের মাধ্যমে নতুন জাতের ওই গোলাপ ফুল উদ্ভাবন করেছেন। এটি দেখতে সুন্দর। সুগন্ধ ছড়ায় বাতাসে।

বঙ্গবন্ধুর নামে গোলাপের নাম রাখার বিষয়ে জেসন ভৌমিক আরও বলেন, বিদেশি ব্রিডাররা তাঁদের উদ্ভাবিত ফুল তাঁদের দেশের বিখ্যাত ব্যক্তিদের নামে নামকরণ করে থাকেন। এ কারণে তিনিও উদ্ভাবিত গোলাপ ফুলের নামকরণ করেছেন বঙ্গবন্ধু গোলাপ ফুল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যের নামেও নতুন প্রজাতির গোলাপ ফুল উদ্ভাবন করা ইচ্ছা আছে তাঁর। সেই লক্ষ্যে গবেষণা করছেন। আশা করছেন, সফলতার মুখ দেখবেন।

আরেক গোলাপ ফুলপ্রেমিক মিঠাপুকুর উপজেলা সদরের প্রসেনজিৎ কুমার বলেন, তিনি জেসন ভৌমিকের কাছ থেকে বিভিন্ন প্রজাতির গোলাপ ফুলের চারা সংগ্রহ করেছেন। বঙ্গবন্ধু গোলাপ ফুল উদ্ভাবনের খবরে তিনি বেশ খুশি। তাঁর বাগানের জন্য এ ফুলের চারা সংগ্রহ করবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ