হোম > ছাপা সংস্করণ

পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাত করে আমান উল্লাহ আমান (১৭) নামে এক পোশাকশ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত সাড়ে ১১টায় ফতুল্লার মাসদাইর পাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমান ঠাকুরগাঁও জেলার জৈবন নেসার ছেলে। সে মাসদাইর পাকাপুল এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করত। তার মা-ও একই পোশাক কারখানায় চাকরি করেন।

স্থানীয়রা জানান, মাসদাইর এলাকায় স্থানীয় একটি ফার্মেসির সামনে রক্তাক্ত অবস্থায় এসে আমান উল্লাহ বমি করে অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়রা তার পেটে ছুরিকাঘাত ও দেহে রক্তক্ষরণ হতে দেখে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর দেখে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক চিকিৎসা প্রদনকারী নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের নার্স ননী গোপাল জানান, গুরুতর আহত আমান উল্লাহর বুকে পিঠে অসংখ্য আঘাতের চিহ্ন ছিলো। অবস্থা গুরুতর থাকায় আহতকে ঢাকায় পাঠানোর আদেশ দেন চিকিৎসক ।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মোজাম্মেল হক আজকের পত্রিকাকে জানান, ময়নাতদন্তের জন্য ওই কিশোরের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ