হলগুলোতে বাংলা সিনেমার জয়জয়কার। দর্শকের উপচে পড়া ভিড় আশা জাগাচ্ছে সিনেমাসংশ্লিষ্টদের। এরই মাঝে শুরু হলো আরও এক সিনেমার প্রদর্শনী। ৮ জুলাই পর্যন্ত রাজধানীর দোয়েল চত্বরসংলগ্ন বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে চলবে পরীমণি অভিনীত ‘মা’ সিনেমার প্রদর্শনী।
অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমাটির প্রদর্শনী শুরু হয়েছে ৫ জুলাই থেকে। প্রতিদিন দুটি করে শো থাকবে। একটি বিকেল সাড়ে ৫টায়, অন্যটি রাত ৮টায়। টিকিট সংগ্রহ করা যাবে একাডেমির কাউন্টারে এবং অনলাইনে। মূল্য রাখা হয়েছে ২০০ টাকা ও ২৫০ টাকা।
নির্মাতা জানিয়েছেন, পর্যায়ক্রমে মা সিনেমাটি নিয়ে দেশের প্রায় সব জেলায় যেতে চান তিনি। সঙ্গে রয়েছে বিশ্বভ্রমণের পরিকল্পনাও। যার শুরুটা আগেই হয়েছে গত মে মাসে, ফ্রান্সের বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবের সুবাদে। সেখানে বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় গত ২০ মে।
নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘মা সিনেমাটি মুক্তি পেয়েছে ২৬ মে। তখন দেশের প্রেক্ষাগৃহে চলছিল শাহরুখ খানের “পাঠান”। তবু আমরা মাল্টিপ্লেক্স থেকে দারুণ সাড়া পেয়েছি। বিরতি নিয়ে আবারও আমরা মা নিয়ে সবার কাছে যাচ্ছি। আমাদের সহযোগিতা করছেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক ছড়াকার আনজীর লিটন। এবার আমরা সারা দেশের জেলায় জেলায় প্রদর্শনীর আয়োজন করব।’
মা সিনেমার গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃতঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি। এ ছাড়া আছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা রেজা জুঁই প্রমুখ।