ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নবীনগর উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার সকালে নবীনগর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফুরকানুল ইসলাম ফুরকান, নবীনগরের সাবেক পৌর মেয়র মোহাম্মদ মাঈনুদ্দিন মাঈনু, উপজেলা বিএনপির নেতা অধ্যাপক সিরাজুল ইসলামসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে নবীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করেছেন। এই কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি। অতি দ্রুত এ কমিটি বাতিল না করা হলে গণপদত্যাগের হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, নবীনগর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি গঠনে কোনো প্রকার অর্থ নেওয়া হয়নি। তাঁদের বক্তব্যকে তিনি অপপ্রচার হিসেবে দাবি করেন।