ব্রাহ্মণপাড়ায় রোপা আমন ধান মৌসুমে হাইব্রিড এরাইজ এজেড-৭০০৬ জাতের ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলার সাহেবাবাদ ব্লকের দক্ষিণপাড়া এলাকায় নমুনা শস্য কর্তনের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন ওই ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোসা. তাসলিমা খানম, ব্রাহ্মণপাড়া সদর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আবুল হোসেন, জিরুইন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, টাকুই ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।
ধান কাটার সময় স্থানীয় কৃষক ও আশপাশের গ্রামের বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘এরাইজ এজেড-৭০০৬ জাতের ধান আমন মৌসুমে চাষ করা হয়। এটি একটি উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ধান। এ ধান বিগা প্রতি ২৫ থেকে ২৬ মণ ধান উৎপাদন হয়। এতে কৃষকেরা এ ধান চাষ করে লাভবান হচ্ছেন।’
এরাইজ এজেড-৭০০৬ জাতের ধানগাছ বন্যা সহনশীল ও উচ্চ ফলনশীল একটি জাত। এটি চাষে কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে।