ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে এক ভারতীয় নাগরিকসহ ৭ জনকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার ভোরে মহেশপুর উপজেলার যাদবপুর ইউপির কানাইডাঙ্গা থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণ দিনাজপুর (ভারত) গংঙ্গারামপুর থানার অশোক গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে মিনহাজুল ইসলাম (৩২), মাগুরা সদর উপজেলার তারোরি গ্রামের সতেন্দ্রনাথ দাসের ছেলে সোহাগ দাস (২৮), তাঁর স্ত্রী কনিকা বিশ্বাস (২১) এবং দেড় বছরের ছেলে, মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া গ্রামের শান্ত মন্ডলের স্ত্রী সুবর্ণা মন্ডল (৩৮) এবং তাঁর ছেলে (১০) ও সাতক্ষীরার কলারোয়া থানার কুশোডাংগা গ্রামের ইবাদুল ইসলাম (৩৬)।
৫৮ বিজিবির উপ-অধিনায়ক তসলিম মো. তারেক জানান, যাদবপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে এক ভারতীয়সহ সাতজনকে আটক করে। অনুপ্রবেশের অপরাধে বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা হয়েছে। পরে তাঁদের থানায় সোপর্দ করা হয়।