হোম > ছাপা সংস্করণ

খাগড়াছড়িতে মং সার্কেলের রাজপুণ্যাহ শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছে মং সার্কেলের রাজপুণ্যাহ। গতকাল শুক্রবার জেলা সদরের ঠাকুছড়া এলাকায় রাজবাড়ির প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এর আগে সকালে ঐতিহ্যবাহী পোশাকে আমন্ত্রিত অতিথিদের নিয়ে পুণ্যাহস্থলে আসেন মং সার্কেলের চিফ রাজা সাচিং প্রু চৌধুরী। এ সময় তাঁকে তলোয়ার উপহার দিয়ে বরণ করে নেন হেডম্যান ও কার্বারীরা।

অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সভাপতি কংজরী চৌধুরীসহ সামরিক-বেসামরিক কর্মকর্তা, হেডম্যান-কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য এ জেলার সকল নাগরিকের অর্থনৈতিক অধিকার আদায়ের আহ্বান জানান।

পরে হেডম্যান, কার্বারী ও আমন্ত্রিত অতিথিরা মং সার্কেল চিফকে সম্মানসূচক ঐতিহ্যবাহী নাজরানা দেন।

অনুষ্ঠানে খাগড়াছড়ির নৃত্যশিল্পীরা চাকমা, ত্রিপুরা ও মারমা গানের সঙ্গে মনোরম নৃত্য পরিবেশন করেন। আগামীকাল রোববার নারী হেডম্যান-কার্বারীদের সম্মেলনের মধ্যে দিয়ে শেষ হবে এই অনুষ্ঠান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ