ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রণোদনা কর্মসূচির আওতায় ৭৭০ জন কৃষকের মধ্যে গমবীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে এই গমবীজ ও সার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ, সালটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজমুল হক ঢালী, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি প্রমুখ।
কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র জানায়, এ বছর উপজেলায় ১৫০ হেক্টর জমিতে গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
কৃষি আবাদ ও উৎপাদন বৃদ্ধির কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে এই গমবীজ ও সার বিতরণ করা হয়।