জেলায় মৃত্যুহীন দিনে নতুন করে কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। গত ২৪ ঘণ্টায় ৬১টি নমুনা পরীক্ষা করে এ ফলাফল গেছে। একই সময়ে কেউ মারা যাননি। গতকাল মঙ্গলবার সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য জানান।
সিভিল সার্জন সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৮৭০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৮৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৬০ জন। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুজন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড সেন্টারে একজন এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে কোনো রোগী ভর্তি হয়নি। এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ২২ জন। একই সময়ে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন। সেখান থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন আরও সাতজন। জেলায় বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৬২৩ জন।