নরসিংদীর রায়পুরায় পুরোনো ব্রহ্মপুত্রের শাখানদীতে দেওয়া বাঁধ অপসারণ করা হয়েছে। যাঁরা বাঁধ দিয়েছিলেন, তাঁরা নিজ উদ্যোগে ভেকু দিয়ে বাঁধ অপসারণ করেছেন বলে জানা গেছে। এর ফলে শাখানদীতে পানিপ্রবাহ আবার শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে।
জানা গেছে, নদীর নাব্যতা হারিয়ে যাওয়ার সুযোগে স্থানীয় কয়েকজন ট্রাক্টরমালিক অবৈধভাবে নদীর ওপর রাস্তা নির্মাণ করেন। ওই রাস্তা দিয়ে মাটি, ইট, বালি পরিবহন করা হতো।
শাখানদীতে বাঁধ দিয়ে রাস্তা করায় পানিপ্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে মাহমুদাবাদ নামাপাড়ার সেতুর নিচের দক্ষিণ পাশ থেকে বেলাব উপজেলার দুলালকান্দি বাজার পর্যন্ত কয়েক হাজার একর কৃষিজমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। বোরো ধানের আবাদ ব্যাহত হওয়ার অভিযোগ করেছিলেন কৃষকেরা। তাঁদের দাবি ছিল, দ্রুত এই রাস্তা অপসারণ করে নদীর পানিপ্রবাহ স্বাভাবিক করা হোক।
এ নিয়ে ১৫ জানুয়ারি আজকের পত্রিকায় ‘নদীতে বাঁধ, আবাদ ব্যাহত’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এরপর ট্রাক্টরমালিকেরা বাঁধ অপসারণ করেন।
শনিবার সকালে সরেজমিন দেখা যায়, মাহমুদাবাদ নামাপাড়া থেকে বেলাব উপজেলার ইব্রাহিমপুর পর্যন্ত নদীর মাঝ বরাবর দেওয়া বাঁধ অপসারণ করে নালা তৈরি করা হয়েছে।
ট্রাক্টরমালিক বাদল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘মানুষের ক্ষতি করে আমরা ব্যবসা করতে চাই না। সংবাদটি নজরে আসার পর দুদিনের মধ্যে ভেকু দিয়ে বাঁধের মাটি সরিয়ে নিয়েছি। ওখানে গেলেই দেখতে পাবেন, পানিপ্রবাহ আগের চেয়ে বেড়েছে।’