দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের এক কেরানির স্ত্রীকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসি আবদুল মজিদ এ রায় দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলাটি করে।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামি খুরশীদ জাহান চট্টগ্রাম সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অবসরপ্রাপ্ত কেরানি নুরুল আলমের স্ত্রী। আসামির উপস্থিতিতে রায় ঘোষণার পর আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন। মৃত্যুবরণ করায় নুরুল আলমকে আগেই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি হাটহাজারী উপজেলার পশ্চিম দলইয়ের বাসিন্দা ছিলেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, অবৈধ সম্পদ অর্জনের মামলার রায়ে আদালত আসামির এ সাজা দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুদক আসামির স্বামী নুরুল আলম ও তাঁর স্ত্রী খুরশীদ জাহানকে নোটিশ দেয়। এ দম্পতি সম্পত্তির আয়ের উৎস দেখাতে না পারায় ২০০৯ সালের ১০ মে দুদক তাঁদের বিরুদ্ধে মামলা করে। পরে তদন্তে ৬৬ লাখ ৮৬ হাজার ২২৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের হদিস পায় দুদক। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে ২০১০ সালে দুদক অভিযোগপত্র দেয়। ২০১১ সালের ২৩ অক্টোবর অভিযোগ গঠনের পর আদালত ১৮ জনের সাক্ষ্য নেন।