আরবি জানাজা শব্দের অর্থ মরদেহ। আর সালাতুল জানাজা অর্থ মরদেহের নামাজ। কোনো মুসলমান মারা গেলে তার মাগফেরাতের জন্য তার মরদেহ সামনে নিয়ে বিশেষ নিয়মে যে দোয়া করা হয়, তার নাম জানাজার নামাজ। জানাজার নামাজ পড়া ফরজে কেফায়া। কারও মৃত্যু সংবাদ শোনার পর মহল্লার কিংবা বাড়ির দু-একজন আদায় করলে মহল্লার সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। আর কেউ আদায় না করলে সবাই গুনাহগার হয়। পবিত্রতা ছাড়া জানাজার নামাজ পড়া যায় না। এ নামাজ শুধু পুরুষদের জন্য আবশ্যক। নারীদের জন্য এতে অংশগ্রহণের বিধান নেই।
জানাজার নামাজের নিয়ম হলো—মৃত ব্যক্তিকে সামনে রেখে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য সবাই একত্রিত হয়ে দাঁড়াবে। চারবার আল্লাহু আকবার বলবে। মনে মনে এই নিয়ত করবে, আমি জানাজার ফরজে কেফায়া নামাজ চার তাকবিরসহ এই ইমামের পেছনে কিবলামুখী হয়ে পড়ার নিয়ত করছি। এরপর প্রথম তাকবিরের পর সানা, দ্বিতীয় তাকবিরের পর দরুদ শরিফ, তারপর তৃতীয় তাকবিরের পর নির্দিষ্ট দোয়া পড়বে। এরপর চতুর্থ তাকবির দিয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে।
জানাজার নামাজের অনেক ফজিলত রয়েছে। মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি কোনো মুসলমানের জানাজায় শরিক হয়ে নামাজ পড়ে এবং তাকে কবরও দেয়, সে দুই কিরাত পরিমাণ নেকি পাবে। আর যে ব্যক্তি শুধু জানাজার নামাজ পড়ে কিন্তু মাটি দেয় না, সে এক কিরাত পরিমাণ নেকি পাবে।’ সাহাবায়ে কেরাম রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করলেন, ‘দুই কিরাতের পরিমাণ কতটুকু?’ তিনি বললেন, ‘প্রত্যেক কিরাত উহুদ পাহাড় সমান নেকি।’ (বুখারি ও মুসলিম)
মুনীরুল ইসলাম, ইসলামবিষয়ক গবেষক