রাঙামাটিতে আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাঙামাটি সদরে ৫ জন, বিলাইছড়ি উপজেলায় ২ জন, কাপ্তাই এবং নানিয়ারচরে ১ জন করে।
গত বৃহস্পতিবার রাতে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্যমতে, জেলায় মোট ১৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৯ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ৬ দশমিক ৭২ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছেন ৪ হাজার ৯১ জন। শনাক্তের হার ১৮ দশমিক ১০ শতাংশ। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন।
সিভিল সার্জন কার্যালয় থেকে আরও জানানো হয়, বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ২০১ জন। এদের মধ্যে আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন ৫ জন। এ পর্যন্ত জেলায় করোনায় প্রথম ডোজ টিকা পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৫২৩ জন। দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন ৯৬ হাজার ৬০৬ জন। জেলা করোনা ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল এসব তথ্য নিশ্চিত করেছেন।