হোম > ছাপা সংস্করণ

ধামরাইয়ে খালপাড় থেকে নবজাতক উদ্ধার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ের আমতা ইউনিয়নের জোয়ার আমতা গ্রামের খালের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয় লোকজন। গত বৃহস্পতিবার দুপুরে পুলিশের সহযোগিতায় নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে এক নবজাতকের কান্নার শব্দে ঘুম ভাঙে জোয়ার আমতা গ্রামের কৃষক আব্দুর রশিদের। পরে ঘুম থেকে উঠে খোঁজাখুঁজি করে তাঁর বাড়ির সামনে খালপাড়ে ওই নবজাতককে দেখতে পেয়ে উদ্ধার করেন তিনি। সদ্য ভূমিষ্ঠ নবজাতকের নাড়িও বাঁধা হয়নি তখন। পরে আব্দুর রশিদ নবজাতকটি তাঁর বাড়িতে নিয়ে এক মায়ের দুধ পান করিয়ে কান্না থামান। নবজাতক উদ্ধারের খবর পেয়ে রাতেই এলাকার শত শত মানুষ আব্দুর রশিদের বাড়িতে ভিড় জমান দেখার জন্য।

কৃষক আব্দুর রশিদ বলেন, ‘নবজাতক একটু অসুস্থ থাকায় বৃহস্পতিবার দুপুরে পুলিশের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। তবে চিকিৎসকেরা জানিয়েছেন নবজাতক অনেকটাই সুস্থ আছে।

ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ, পরিদর্শক রাসেল মোল্লা বলেন, ‘নবজাতক উদ্ধারের খবর পেয়েই আমরা উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। বর্তমানে নবজাতকটিকে আব্দুর রশিদের হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ