হোম > ছাপা সংস্করণ

বিপিএলের প্লে অফে থাকছে ডিআরএস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শুধু সিদ্ধান্ত নির্ভুল করতেই নয়, খেলাটার সৌন্দর্য বাড়াতে ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) অবদান কম নয়। আম্পায়ারদের সিদ্ধান্তে বিতর্ক আর ভুল কমিয়ে আনতে ডিআরএসের ব্যবহার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অনেক পিছিয়েও। টুর্নামেন্টের লিগ পর্ব শেষে ডিআরএস আনার বিষয়টি চূড়ান্ত করেছে বিসিবি। গতকাল বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বিপিএলের প্লে অফ পর্ব থেকে থাকবে ডিআরএস।

গতবারের মতো এবারও বিপিএলের লিগ পর্বে ডিআরএস পায়নি বিসিবি। এ নিয়ে তাদের সীমাবদ্ধতার কথাও জানিয়েছে টুর্নামেন্ট শুরুর আগে। তবে বিপিএল গভর্নিং কাউন্সিলের আগের ঘোষণা অনুযায়ী প্লে অফ পর্বে দেখা যাবে পূর্ণাঙ্গ ডিআরএস। নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আসবে, আমাদের বুকিং দেওয়া আছে। অবশ্যই আসবে।’

‘এডিআরএস’ ব্যবহার করে বিতর্ক যেন আরও বেড়েছে এই বিপিএলে। শুরু থেকেই কোচ ও খেলোয়াড়েরা এর বিপক্ষে কথা বলেছেন। টুর্নামেন্টের শুরুর দিকে সৌম্য সরকারকে আউট দিয়ে আবার নটআউট দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়। তবে প্লে অফে ডিআরএস এলে বিতর্কও কমবে।

আগামী রোববার থেকে শুরু হবে বিপিএলের প্লে অফ পর্ব। তবে ডিআরএস নিয়ে এখনো আম্পায়ারদের পরিষ্কার কোনো বার্তা দেওয়া হয়নি বলেই দাবি এক আম্পায়ারের, ‘আমাদের সঙ্গে এখনো কোনো কথা হয়নি। আমাদের বিভাগ থেকে যতটুকু জানি, এলিমিনেটর থেকে ডিআরএস আসবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ