কুমিল্লা নগরীর ১৯ নম্বর ওয়ার্ড। এর টমছমব্রিজ-মেডিকেল সড়কের ইপিজেড দেয়াল ছিল ময়লার ভাগাড়। আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ ছিলেন সড়কে চলাচল করা পথচারী ও স্থানীয় বাসিন্দারা। অবশেষে এ বিড়ম্বনা থেকে মুক্তি পেয়েছেন তাঁরা।
দেয়ালের পাশের বর্জ্যের স্তূপ সরিয়ে নিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন। সেখানে করা হয়েছে দৃষ্টি নন্দন ফুলের বাগান। দেয়ালে করা হচ্ছে রং। লাইট লাগানোসহ সৌন্দর্য বর্ধক নানা স্থাপনা তৈরি করা হয়েছে।
পথচারী আলমঙ্গীর হোসেন বলেন, নগরীর গুরুত্বপূর্ণ সড়কের পাশে এত দিন আবর্জনার ভাগাড় পরিণত হয়ে ছিল। এখন দৃষ্টিনন্দন বাগানটি আমাদের প্রশান্তি এনে দেয়।
সড়কের ইবনেতাই মিয়া স্কুল অ্যান্ড কলেজের এক চাকরিজীবী আসিফ মান্না বলেন, সড়কে ইপিজেড, মেডিকেল কলেজ, হাসপাতাল, উপজেলা পরিষদসহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। এত দিন এ সড়কের চলাচলকারী ময়লার গন্ধে অতিষ্ঠ ছিল। সিটি মেয়রের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
কুমিল্লা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. ইকরাম হোসেন ইকু বলেন, সড়কের পাশে ময়লার স্তূপ থেকে প্রায় ৮০ ট্রাক বর্জ্য সরানো হয়েছে। সিটি মেয়রের নির্দেশে জনগুরুত্বপূর্ণ সড়কটিতে প্রায় ৬০০ ফুট এলাকায় এখন ফুল বাগানসহ দৃষ্টিনন্দন করা হচ্ছে। সিটি মেয়র নিজে কয়েকবার এসে এটি তদারকি করছেন।
মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, ‘নগর পিতা হওয়ার পর থেকেই আমি সব সময় নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন ও দৃষ্টি নন্দন করতে কাজ করে আসছি। আমার নিজস্ব অর্থায়নে নগরীর অলিগলিতে বিভিন্ন পরিত্যক্ত জায়গায় ফুল বাগান করাসহ দৃষ্টি নন্দন স্থাপনা করেছি। তারই ধারাবাহিকতায় ইপিজেড এলাকার ময়লা আবর্জনার সরিয়ে ফুল বাগান করছি। তার সঙ্গে ময়লা ফেলার জন্য আলাদা বক্স করে দিয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি নগরীকে একটি ফুল বাগানের মতো করে সাজাতে।’