পটুয়াখালীর দশমিনায় এক গৃহবধূকে (২৪) ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সাইফুল মীর নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। বর্তমানে গৃহবধূ দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার সকালে।
ভুক্তভোগী গৃহবধূ জানান, প্রায় ১০ বছর আগে উপজেলার আলীপুরা ইউনিয়নে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে মো. সাইফুল মীর বিভিন্নভাবে জ্বালাতন ও নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি স্থানীয়দের জানালেও এর সমাধান হয়নি। এরই ধারাবাহিকতায় গত শনিবার সকাল ৭টার দিকে ওই গৃহবধূর পরিবারের কাছে ধারের টাকা চাওয়ার অজুহাতে সাইফুল তাঁদের বাড়িতে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এতে বাধা দিলে সাইফুল দা দিয়ে কুপিয়ে গৃহবধূর মাথায় জখম করে। এ ঘটনায় গৃহবধূর পরিবার শনিবারই দশমিনা থানায় একটি লিখিত অভিযোগ করেছে।
অভিযোগের বিষয়ে সাইফুল মীরের দাবি, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। আমি তাঁদের কাছে দোকানের পণ্যের টাকা পাই। আর ওই টাকা চাইতে গেলে আমার স্ত্রীর সঙ্গে দা হাতে নিয়ে সে খারাপ আচরণ করে। আমি তাঁকে মারধর ও কুপ্রস্তাব দিইনি।
তবে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।