হোম > ছাপা সংস্করণ

গ্রামে গিয়ে বিনা মূল্যে টিকা নিবন্ধন

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে গ্রামে গ্রামে ঘুরে টিকা নিবন্ধন করছেন একদল তরুণ-যুবক। স্ব-উদ্যোগে নিজেদের এ কার্যক্রম এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন সকালে তাঁরা ল্যাপটপ অথবা ট্যাব নিয়ে বের হন একেক গ্রামের উদ্দেশে। প্রত্যন্ত গ্রামের মানুষের বাড়ির আঙিনায় গিয়ে তাঁদের কাছ থেকে টেবিল-চেয়ার নিয়ে বসেন তাঁরা। প্রযুক্তির বাইরে থাকা সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে বিনা মূল্যে টিকা নিবন্ধন ক্যাম্পিংয়ের পাশাপাশি মানুষকে সচেতন করতে লিফলেট ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সেবা সামাজিক সংঘে’র ব্যানারে এ কার্যক্রম চালাচ্ছেন।

উপজেলার পানঘাটা গ্রামের আলেয়া বেগম (৪৭) বলেন, বাড়ির কাজে ব্যস্ত থাকায় দোকানে গিয়ে টিকা নিবন্ধন করা সম্ভব হয় না। গ্রামে এসে রেজিস্ট্রেশন করে দেওয়ায় তাঁরা অনেক খুশি। এতে খরচ হয় না, আবার সময় অপচয় হচ্ছে না। শুধু কার্ড নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা নিয়ে আসছেন।

গোধড়া গ্রামের সামসুল ইসলাম (৬৫) বলেন, একদল তরুণ-যুবক গ্রামে গ্রামে ঘুরে সুবিধাবঞ্চিত মানুষের করোনার টিকা নিবন্ধন করে দিচ্ছেন। এতে মহামারি করোনা থেকে সাধারণ মানুষ মুক্তি পাচ্ছেন।

সেবা সামাজিক সংঘের সভাপতি মো. ইমন আলী বলেন, সংগঠনের ৩৩ জন শিক্ষিত তরুণ-যুবক এ পর্যন্ত বিভিন্ন গ্রামে ক্যাম্পিংয়ের মাধ্যমে প্রায় ১০ হাজার সুবিধাবঞ্চিত মানুষকে টিকা আওতায় আনতে পেরেছেন। এ ছাড়া বিভিন্ন সেবামূলক কাজ করছেন তাঁরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ