গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকায় মালেক স্পিনিং লিমিটেড কারখানার আগুন নেভাতে গিয়ে দগ্ধ শ্রমিক মোতালেব হোসেন (৪৫) মারা গেছেন। ঘটনার তিন দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার ভোরে তিনি মারা যান।
মোতালেব হোসেন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার জসলদিয়া গ্রামের ওয়াহাব ব্যাপারীর ছেলে। তিনি কালিয়াকৈর রাখালিয়াচালা গ্রামে স্থায়ীভাবে বাস করতেন। পরিবারে তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্ব পাড়া এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় মালেক স্পিনিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই কারখানার শ্রমিক মোতালেব হোসেন আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন।
এ সময় তাঁর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পাশেই ফায়ার সার্ভিসের কর্মীরা তা দেখতে পান এবং তাঁকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর রোববার ভোরে তাঁর মৃত্যু হয়।
কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন জানান, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভোর ছয়টায় মোতালেবের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাঁর মরদেহ হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মালেক স্পিনিং মিলের তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়।