ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আক্তার হোসেনকে দলীয় মনোনয়ন না দেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। তাঁকে ‘রাজাকারপুত্র’ উল্লেখ করে মনোনয়ন না দেওয়ার জন্য ইতিমধ্যে জেলা আওয়ামী লীগের কাছে লিখিত আবেদন করেছেন ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইছহাক সরকার ও সাধারণ সম্পাদক নুরুল আমিন।
গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল মামুন সরকারের কাছে ওই লিখিত আবেদন দেওয়া হয়।
আবেদনে বলা হয়, , ‘রাজাকার’ দেলোয়ার হোসেনের ছেলে আক্তার হোসেন আসন্ন ইছাপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য নানাভাবে তদবির করছেন। এ খবরে এলাকার বীর মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ অবস্থায় আক্তার হোসেনকে মনোনয়ন না দেওয়ার দাবি জানানো হয়েছে।
তবে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আক্তার হোসেন বলেন, ‘আমার বাবা রাজাকার ছিলেন না। এগুলো সব মিথ্যা তথ্য। নির্বাচন এলেই তাঁরা এ অভিযোগ সামনে নিয়ে আসেন। আমার বাবা ইছাপুরা ইউনিয়নের পাঁচবারের চেয়ারম্যান ছিলেন।’
ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইছহাক সরকার বলেন, ‘গতবারও আক্তারকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু রাজাকারপুত্র হওয়ায় তাঁকে ইউনিয়নবাসী মেনে নিতে পারেননি। যার কারণে তিনি পরাজিত হয়েছিলেন। এবার তাঁকে মনোনয়ন না দেওয়ার দাবি জানিয়েছি।’
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, ‘এ বিষয়ে আমাদের দলীয় সভায় আলোচনা হবে। আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’